parbattanews

কক্সবাজারে কালী মন্দিরে চুরি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

coxbazar-map

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার

 শহরের প্রধান সড়কের সঙ্গে লাগোয়া কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল কালী মূর্তির উপর বিভিন্ন স্থানে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে একদল সংঘবদ্ধ চোরের দল মন্দিরের ডানপাশের জানালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে। চোরের দল কালী মূর্তি জড়িয়ে বিভিন্ন স্থানে থাকা স্বর্ণের চেইন, টিকলি, স্বর্ণের জিবসহ আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা, ৩টি দানবাক্স ভেঙ্গে প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

কালী মন্দিরের পৌরহিত স্বপন ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টি হওয়ার সময় এ ঘটনা ঘটেছে। মন্দিরের পক্ষে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে।

কক্সবাজার জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা মন্দির চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করার দাবী জানান।  

Exit mobile version