parbattanews

কক্সবাজারে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের প্রচারণা

কুরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভার একমাত্র কুরবানির পশুর বাজারে প্রচারণা কার্যক্রম চালানো হয়। এসময় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের ফ্রি লবণ বিতরণ করা হয়েছে।

প্রচারণা কার্যক্রমে বিসিক লবণ কার্যালয়ের ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া, জেলা কার্যালয়ের এজিএম মো. রিদওয়ানুর রশীদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, তথ্য ও জরীপ কর্মকর্তা মিফহুল জান্নাত রিপা, সম্প্রসারণ কর্মকর্তা মো. মনজুর আলম, লবণ কর্যালয়ের পরিদর্শক মো. ইদ্রিস আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ডিজিএম মো. জাফর ইকবাল ভূইয়া বলেন, পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। মাত্র ৭ কেজি লবণ ব্যবহারের মাধ্যমে নিজেরাই পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করি। তাতে নিজেরাও লাভবান হবো।

তিনি আরও বলেন, দেশে লবণের কোন সঙ্কট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহে কোন সমস্যা হবে না।

Exit mobile version