কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২৪ মালয়েশিয়াগামী উদ্ধার

উদ্ধার
স্টাফ রিপোর্টার:
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে বাকঁখালীর মোহনাস্থ নাজিরারটেক পয়েন্টে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২৪ মালয়েশিয়াগামী যুবককে উদ্ধার করেছে। এছাড়াও পাচারকাজে ব্যবহৃত কাঠের তৈরি বোট উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কোস্ট গার্ডের কক্সবাজারস্থ নুনিয়া ছড়া স্টেশন কমান্ডারের উক্ত অভিযানের নেৃতত্ব দেয়।

জানা যায়, কোস্ট গার্ড নাজিরারটেক এলাকায় বিভিন্ন ফিশিং বোটে তল্লাশী চালিয়ে একটি ফিশিং বোটে মালয়েশিয়াগামী লোকদের হদিস পায়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আদম পাচারের দালালরা পালিয়ে গেলেও কোস্ট গার্ড বোটসহ মালয়েশিয়াগামীদের উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত মালয়েশিয়াগামী যুবক ও পাচারকাজে ব্যবহৃত বোটটি কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে উদ্ধারকৃত মালয়েশিয়াগামী যুবকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার মো. হোসেনের ছেলে আরিফ (১৬) একই এলাকার মোজাম্মেলের ছেলে মিজান (১৪), সূর্য শর্মার ছেলে সুধীর শর্মা (২৭), রামুর নন্দিখালী এলাকার জাফর আলীর ছেলে বাবু (১৭), উখিয়া উপজেলার আবদুল্লাহর ছেলে শহীদুল্লাহ (১৮) একই এলাকার জাফর আলমের ছেলে কামাল (২১), মো. সেলিমের ছেলে আলী হোসেন (১৮), বগুড়া জেলার আব্দুর রহমানের ছেলে সায়েদুর রহমান (১৮), ইয়াকুব আলীর ছেলে আইয়ুব আলী (২০) ফরিদুল আলমের ছেলে মো. রুবেল (১৮), মৃত আমিনুল ইসলামের ছেলে রায়হান হোসেন (২১), ঝিনাইদহের ইমন আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩০), একই এলাকার মতলব মন্ডলের ছেলে মো. রিজু (২৫), দলিল উদ্দীনের ছেলে ফিরোজ আহমেদ (২৫), চাঁদপুরের আলী আব্বাসের ছেলে ইমরান হোসেন (২০), টেকনাফ শাপলাপুরের সৈয়দ হোসেনের ছেলে রহমত উল্লাহ (২৫), যশোরের জরাদতের ছেলে বাবলু (২৮), একই এলাকার সায়েদ আলীর ছেলে সবুজ হোসেন (২০), হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৮), সৈয়দ আলীর ছেলে মূর্তজা (২৫), মোরশেদ আলমের ছেরে জাহাঙ্গীর আলম (২৭), আবেদ শিকদারের ছেলে হালিম (২৪), বাবু আলী মোল্লার ছেলে জুয়েল (৩২), নুরুল ইসলামের ছেলে হুমায়ন কবির (১৭)।

এ ব্যাপারে জানতে চাইলে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম এ আক্তার বলেন, প্রতিদিনের মতো বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে টইলে গেলে বেশ কয়েকটি বোটে তল¬াশী চালানো হয়। এসময় একটি কাঠের তৈরি বোটে মালয়েশিয়াগামী ২৪ জন যুবককে পেয়ে তাদের উদ্ধার করা হয়। যদিও তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান জানান, কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত মালয়েশিয়াগামী যুবকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন