parbattanews

কক্সবাজারে গরীব রোগীদের জন্য চিকিৎসকদের ওষুধ ও রক্তদান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজারের গরীব অসহায় রোগীদের জন্য রক্ত ও ওষুধ দিলেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী চিকিৎসকরা। শনিবার বিকেলে কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইজে এ রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন, চট্রগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রাম মেডিক্যাল কলেজের উপ-অধ্যক্ষ ডা. আমিন উদ্দিন খান, কক্সবাজার মেডিক্যাল কলেজের উপ-অধ্যক্ষ ডা. অরূপ দত্ত বাপ্পী, ডা. প্রফেসর শাহানারা চৌধুরী। চট্রগ্রাম মেডিক্যাল কলেজের ২১ তম ব্যাচের শিক্ষার্থী চিকিৎসকরা নিজের শরির থেকে গরীব অসহায় রোগীদের জন্য রক্ত দেয়ার পাশাপাশি অনেক ওষুধ হস্তান্তর করেন কক্সবাজার মেডিক্যাল কলেজের মেডিসিন ক্লাবকে। এ ক্লাবের মাধ্যমে দেয়া রক্ত ও ওষুধ গরীব রোগীদের দেয়া হবে।

Exit mobile version