কক্সবাজারে চোরাচালান মাদক ও মানবপাচার বিরোধী বিশেষ মতবিনিময় সভা

DSC04853

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ‘চোরাচালান, মাদক ও মানবপাচার বিরোধী’ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার-সদর রামু সংরক্ষিত আসনের মহিলা এমপি খোরশেদ আরা হক।

সভায় অন্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট একে আহমদ হোসেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ’র সভাপতি আবদুশ শুক্কুরসহ অন্যরা বক্তব্য রাখেন।

সভায় রোহিঙ্গা শরণার্থী সমস্যা, মানবপাচার, ইয়াবা, জলদস্যু দমন, বন-পাহাড় ও পরিবেশ রক্ষা, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, পূজা ও ঈদে যানজট/আইন-শৃংখলা বিষয়ে আলোচনা করা হয়।

র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনীর প্রতিনিধি, সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন