parbattanews

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন (২৫) হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার আজিজ সিকদার (৩৭)-কে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনার দুই দিন পর মঙ্গলবার (৫ জুলাই) রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন নিহতের ভাই নাসির উদ্দিন। যার মামলা নং- ১৭/২২। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ১২ জন।

আজিজ সিকদার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম ডেইলপাড়া এলাকার মৃত বাঁচা মিয়া সিকদারের ছেলে।

এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন, একই এলাকার সিরাজুল হক সিকদারের ছেলে ফিরোজ আলম (৩৬), মো. আরিফ ওরফে ধইল্যা (৪৫), ফরিদুল আলম (৫০), জহিরুল ইসলাম ওরফে বাক্কুইল্যা (৪৮), তার ছেলে মো. তারেক (২৪), মৃত বাঁচা মিয়া সিকদারের ছেলে জহিরুল হক ওরফে জহির (৪০), মনিউল হকের ছেলে শামসুল হুদা সিফাত (২৫), একরামুল হুদা ইমন (২৪), বদরুল হুদা (২২), ফজল হক সিকদারের ছেলে রফিক (৫০), দিদার (৩০), ফরিদুল আলমের ছেলে ফাইরুজ আলম ওরফে লেফটা (২৪), মো. মুন্না (১৯), রফিক সিকদারের ছেলে রিয়াদ সিকদার (২৫), পেঁচারঘোনার হাছান আলীর ছেলে মো. হামিদ (২৩) ও ফজল কাদেরের ছেলে মো. রিয়াদ (২৪)।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, হত্যার ঘটনার পর সন্দেহভাজন আটক ৬ জনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। যাচাই বাছাই করে ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে তাদেরকেও আসামিভুক্ত হিসেবে গ্রেফতার দেখানো হবে।

প্রধান আসামি আজিজ সিকদারসহ ২ জন র‌্যাব হেফাজতে রয়েছে। মামলার সব আসামি গ্রেফতার করা হবে। অভিযান চলছে।

এদিকে, ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

ঘটনার দিন দায়িত্ব অবহেলার অভিযুক্ত এসআই রায়হানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রবিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে খুরুশকুল ডেইলপাড়ায় ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

সে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।

Exit mobile version