parbattanews

কক্সবাজারে জামায়াতের ১৭ নেতা-কর্মী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার ১৭ জন জামায়াত নেতা কর্মীকে আটক করেছে র‌্যাব। শহরের একটি হোটেল থেকে জামায়াতের এই ১৭ জন নেতা কর্মীকে আটক করা হয় বলে জানাগেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে তারা ওই সময় গোপন বৈঠকে বসেছিল ওখানে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরে কলাতলীর বে টাচ নামে একটি হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

জানাগেছে, শহরের কলাতলীর বে টাচ হোটেলের সম্মলন কক্ষে উখিয়ার অরিজিন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভা চলছিল। ওই সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান  এর পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

যাদের আটক করা হয়েছে, তারা হলেন, কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি দরবেশ আলী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মো. শাহজাহানের ছোট ভাই জামায়াত নেতা মফিজ উদ্দিন, উখিয়া উপজেলা জামায়াতের নেতা শাহনেওয়াজ, জামায়াত নেতা আব্দুল করিম, মো. হাশেম, রফিক উল্লাহ, মো. ছিদ্দিক, সাবেক শিবির নেতা মো. ইউনুচ, জামায়াত নেতা আবুল আলা মো. রুমেল, আনোয়ারুল ইসলাম, মো. ইব্রাহিম, আব্দুর রহমান, মৌলানা মো. ইউসুফ, নিয়ামত উল্লাহ, রফিকুল ইসলাম, আবছার কামাল ও মো. ফারুক।

র‌্যাব সূত্র জানায়, শহরের কলাতলীর বে টাচ হোটেলের একটি কক্ষে উখিয়ার অরিজিন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার নাম দিয়ে নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠকে বসেছিল জামায়াত নেতারা। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব সূত্রে বলা হয় তাদের পরিকল্পনা ভণ্ডুল করা হয়। পরে তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক জামায়াত নেতাকর্মীদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার।

Exit mobile version