কক্সবাজারে জোয়ারের পানিতে ২০টি গ্রাম প্লাবিত

Teknaf 1

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে। বুধবার থেকে ভারী ও মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকালে পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারে অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার, চট্রগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

ঘূর্নিঝড় মহাসেনের পর কিছু ট্রলার সাগরে মাছ ধরতে গিয়েছিল। সাগর উত্তালের কারণে সে সব ট্রলারও এখন ফিরে আসছে বলে কক্সবাজার বোট মালিক সমিতি জানিয়েছে। আজ সকালে জোয়ারে পূর্ণিমার তিথির কারণে পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে জেলার নিচু এলাকার ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে বলে ঐ এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

সকালে শহরের উত্তর নুনিয়াছড়া, পানির কুপ, সমিতি পাড়া, কাঙ্গালী পাড়া, কুতুবদিয়া পাড়া, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়া উপজেলার তাবলেরচর, আলী আকবর ডেইল, পেকুয়া উপজেলা মগনামা, কাকপাড়া, ও টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের ২০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় স্থানীয় আবহাওয়া অফিস ৭৮ মিলিমিটিার বৃষ্টিপাত রের্কড করেছে বলে সহকারী আবহওয়াবিদ একে এম নাজমুল হক জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন