parbattanews

কক্সবাজারে ঝুলন্ত লাশ উদ্ধার: মিশ্র বক্তব্য

কক্সবাজার শহরের কলাতলি উত্তরণ আবাসিক এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় সালামত উল্লাহ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ নিয়ে রয়েছে দুই ধরনের বক্তব্য। কেউ বলছে হত্যাকাণ্ড আবার কেউ বলছে আত্মহত্যা। তবে পুলিশের ধারনা এটি আত্মহত্যা। এদিকে ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছে।

নিহত সালামত উল্লাহ সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহজাহান বার্বুচির ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কলাতলি উত্তরণ আবাসিক এলাকার উত্তর পাশে খেলার মাঠ সংলগ্ন একটি গাছে সালামত উল্লাহর লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুচ বলেন, প্রায় ৬ বছর আগে একই এলাকায় তাঁরা দুজন বিয়ে করেন। কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা হিসেবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

Exit mobile version