parbattanews

কক্সবাজারে স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা গরমসহ নানা কারণে লাইনের কোন অবস্থান সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ৭ টায় ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দেয়। এটি চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন পার হতেই ট্রেনের শেষ ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ১১টি বগি ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরমসহ নানা কারণে লাইনের কোন অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে।

Exit mobile version