parbattanews

কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার শহরের বড় বাজার এলাকার ডিম ও মুরগির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অধিক মূল্যে ডিম এবং মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলো, হোসাইন এন্ড ব্রাদার্স, মেসার্স রহমান ট্রেডার্স ও আরমান পোল্ট্রি ৫ হাজার টাকা করে এবং হোসেন পোল্ট্রিকে দুই হাজার টাকা। সতর্ক করা হয় অন্যান্য দোকানদারদের।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালান মো. ইমরান হোসাইন।

অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অনুমোদন বিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ন-১৫ এর এক দল চৌকস সদস্য।

জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. ইমরান হোসাইন।

Exit mobile version