parbattanews

কক্সবাজারে ডেঙ্গুতে স্কুল ছাত্রের মৃত্যু

কক্সবাজার শহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর আহমদ (১৪) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তানভীর আহমদ শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবদুর রহিমের মেজ ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

তানভীরের চাচা মাস্টার জসিম উদ্দিন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শুক্রবার তানভীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিলো। কোন উন্নতি হয় নি। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বুধবার (৩১ আগস্ট) যোহর নামাজের পর পাহাড়তলী রহমানিয়া মাদরাসা মাঠে তানভীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চিরসমাহিত করা হবে।

Exit mobile version