কক্সবাজারে তিন দিনব্যাপী ইজতেমা বৃহস্পতিবার শুরু

fec-image

কক্সবাজারে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। শহরের প্রবেশদ্বারখ্যাত লিংক রোড আল-বয়ান ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে বসছে এই ইজতেমা।

বৃহস্পতিবার ফজর নামাজের পর বয়ান করবেন মরহুম মাওলানা মোজাম্মেল হক (রঃ) এর ছেলে মাওলানা আনাস।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিনি দিনের এই ইজতেমা।

ইজতেমার সমন্বয়কারী মুনির হোসেন জানান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সৌদি আরবের জামাত ইজতেমায় আসবেন।

ইজতেমায় কাকরাইল কেন্দ্রীয় মসজিদের ওলামায়ে কেরামদের জামাতও থাকবেন।

তিনদিনের জেলা ইজতেমায় দেশীয় আলেমদের পাশাপাশি বিদেশি মেহমানরা বয়ান করবেন।

জেলা ইজতেমা মাঠের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি মেহমানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন