parbattanews

কক্সবাজারে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

কক্সবাজারে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত খামারির স্টল প্রদর্শিত হয়।

বিকালে “স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, আমাদের যার যার অবস্থান থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পুষ্টি যোগান না থাকলে অসুস্থতা নিশ্চিত। তাই প্রত্যেকেই হাস, মুরগি পালনে অভ্যস্ত হই। দৈনিক দুধ খাওয়া অভ্যাস গড়ে তুলি।

সদর সহকারী কর্মকর্তা (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও সদর কৃষি কর্মকর্তা জাহিদ হাসান।

ভিএফএ ওবাইদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ খামারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version