parbattanews

কক্সবাজারে নদী বিষয়ক পাঠচক্র “এসো নদীর গল্প শুনি”

পাঠচক্র “এসো নদীর গল্প শুনি”

বাংলাদেশ নদীর দেশ। নদীকে ঘিরেই এদেশের সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও সভ্যতার সূচনা হয়েছে। তাই সরকারি উদ্যোগের সাথে সাথে প্রয়োজন জনসচেতনতা এবং শিশু, কিশোর ও শিক্ষার্থীদের মাঝে নদী ভাবনা। সেই উদ্দেশ্যই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল নদী বিষয়ক পাঠচক্র “এসো নদীর গল্প শুনি”।

পৃথিবীতে যত আলোচিত প্রাচীন সভ্যতা রয়েছে তার সবই ছিল নদীকেন্দ্রিক। তাই জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে সর্বাগ্রে নদীকে জানতে হবে ও নদ-নদী বাঁচাতে হবে। তাই জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল,জেলা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে কক্সবাজার শহরের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি মোঃ মনির হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

বক্তব্য রাখেন গবেষক নুরুল আজিজ চৌধুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন। সাংবাদিক আজাদ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল’র কক্সবাজার জেলা সভাপতি এড. আবু হেনা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশগহণ করেন। শিক্ষার্থীরা এ সময় নদী বিষয়ে নানা গল্প শুনেন, প্রশ্ন করেন। অনুুষ্ঠানে বান্দরবান ও চট্টগ্রাম জেলা কমিটি অংশগ্রহণ করেন। অনুুষ্ঠানে সার্বিক সমন্বয় সাধন করেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইসলাম মাহমুদ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সরওয়ার সাঈদ, কক্সবাজার জেলা সহ-সভাপতি তুহিন আহমেদ, মিনার হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

Exit mobile version