parbattanews

কক্সবাজারে পর্যটক প্রবেশরোধে প্রশাসনের ব্যারিকেড, চলছে মাইকিং

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা পর্যটক শূন্য করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এবং সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালিত হয়।

এ সময় সাগরপাড়ে প্রবেশরোধে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি করোনা সচেতনায় মাইকিং চলছে।

এদিকে, আজ ১ এপ্রিল মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। এই মুহূর্তে জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যাপক সচেতনতা বাড়ানো দরকার। সার্বিক বিবেচনা করে কক্সবাজারের সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান জেলা প্রশাসক।করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ নির্দেশনা প্রতিপালনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Exit mobile version