parbattanews

কক্সবাজারে পাহাড় ধসে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন

কক্সবাজারে প্রতি বছর বর্ষায় পাহাড় ধ্বসের ঘটনায় অনাকাঙ্খিত প্রাণহানীর ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

টানা ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে এ ব্যাপারে পাহাড়ি এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়। এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ২০টি দল গঠন করা হয়। তারা ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন।

এছাড়া, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। শুক্রবার টানা বৃষ্টি একটু কমলেও পাহার ধসের আশঙ্কায় ভীত পাহাড়ে বসবাসকারীরা ।

Exit mobile version