কক্সবাজারে পৌর এলাকার সব তথ্য ইন্টারনেটের আওতায় আসছে

Coxs Meeting
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে ‘আধুনিক তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উন্নয়ন (ডাটা বেজ) তথ্য সম্মলিত হোল্ডিং নম্বর স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আমার দেখা বাংলাদেশ ফাউন্ডেশন’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নাছির সিকদার জানান, দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় পৌর এলাকার পৌর নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ফাউন্ডেশন সেবা/উন্নয়নমূলক নগর পরিচ্ছন্ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলাবদ্ধতা/বর্জ্য দূরিকরণ ও পয়ঃনিষ্কাশন, পর্যটন শিল্প, লোকাল কৃষ্টি কালচার, উন্নয়ন ও কর্মসংস্থান, শিশু ও নারী অধিকার, ভূমিকম্প/জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র, বন্য প্রাণী সংরক্ষন, সামাজিক বনায়ন, তথ্য প্রযুক্তি-আধুনিক তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উন্নয়ন (ডাটা বেজ) তথ্য সম্বলিত হোল্ডিং প্লেট স্থাপনের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। এব্যাপারে কক্সবাজার পৌরসভার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত (২০১২/৪৪৬(১৩)১০-০৫-২০১২) হয়েছে।

মতবিনিময় সভায় আরো জানানো হয়, এ কার্যক্রমের মধ্য দিয়ে কক্সবাজার জেলার সকল মানুষ, প্রতিষ্ঠানের তথ্য ওয়েব সাইটে অন্তর্ভূক্ত করার ফলে প্রতিটি নাগরিক সমান সেবা/তথ্য আলাদাভাবে আদান প্রদান করতে পারবে। পৌর এলাকার স্থায়ী অস্থায়ী বসবাসকারীদের ইন্টারনেট আয়ত্বে এনে সহজে চিহ্নিত করার জন্য আলাদা কোড নং ও পাসওয়ার্ড (আইডিকার্ড) প্রদান করা হবে।

সভায় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের বেশ কয়েকজন কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন