কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

fec-image

কক্সবাজার শহরে প্রতিপক্ষের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে ইমন হাসান মওলা নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে পেশকার পাড়া সংলগ্ন বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে হামলার ঘটনাটি ঘটে।

নিহত ইমন পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর টেকপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে।

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম।

ঘটনার সঙ্গে পেশকার পাড়ার আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি ও ফরহাদসহ ৭-৮ জন জড়িত বলে নিহতের পরিবার দাবি করেছে।

স্থানীয়রা জানিয়েছে, বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে একা পেয়ে হামলে পড়ে প্রতিপক্ষরা। এরপর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান ইমন।

শুক্রবার সকাল ৯ টার দিকে এ রিপোর্ট লেখাকালে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এলাকায় নিতে আইনগত প্রক্রিয়া করছে স্বজনেরা।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, আব্দুল্লাহ নামের একজনকে ছুরিকাঘাতের ঘটনায় দুইপক্ষে বিরোধ ছিল। এ ঘটনায় মামলার পরে আপোস-নিষ্পত্তিও হয়েছে। আগের ঘটনার জের ধরে এই ঘটনাটি হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানি না। খোঁজখবর নিচ্ছি।

ওসি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন