parbattanews

কক্সবাজারে প্রবাসীর বাড়ি ডাকাতি: স্বর্ণ ও টাকা লুট গণপিঠুনিতে ডাকাত নিহত বন্দুক উদ্ধার

11471R-News - Copy

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপদ্বীপ ধলঘাটার উত্তর মুহুরীঘোনা এলাকায় মো. কাসেম (৩০) নামের এক ডাকাত ডাকাতি করতে এসে জনতার গণপিঠুনিতে মারা গেছে। উদ্ধার হয়েছে অস্ত্র। তবে এ ঘটনায় লুট হয়েছে নগদ অর্থ ও ২৫ ভরি স্বর্ণালংকার। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু জানান, আজ ভোর রাতে নিহত কাসেম এর নেতৃত্বে এক দল ডাকাত ধলঘাটার উত্তর মহরী ঘোনা খোন্দকার পাড়া গ্রামের প্রবাসী নুরুল ইসলামের বাড়ীতে ডাকাতি করে। ডাকাত দল নুরুল ইসলামের বাড়ী থেকে নগদ ১ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ন নিয়ে চলে যাওয়ার সময় বাড়ীর লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে।

এসময় পালাতে গিয়ে ডাকাত কাসেম লবনের গর্তে পড়ে গেলে এলাকাবাসী তাকে একটি লম্বা বন্দুকসহ আটক করে। ঐ সময় গণধোলাইয়ের শিকার হয়ে কাসেমের মৃত্যু হয়। নিহত ডাকাত কাসেম একই এলাকার নুর আহমদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া জানান, কাসেম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং সে গণপিটুনিতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধারের জন্য।

Exit mobile version