কক্সবাজারে প্রমীলা ক্রিকেট ৮ উইকেটে ভারতের জয়

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২ ম্যাচে মুখোমুখি হয়েছে সফরকারী ভারত ও বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দুপুর ১টায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। শুরুতে দেখে শুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার আয়েশা রহমান ও সানজিদা ইসলাম। কিন্তু ৪.৩ ওভারের মাথায় ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরত যান সানজিদা ইসলাম। ঠিক ৬ ওভারের শেষ বলে আবারো ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরত যায় আরেক ওপেনার আয়েশা খাতুন। কিন্তু এর পরে ১৮ রানের মাথায় পরপর দুই বলে সালমা ও রুমানা কে ০ রানে আউট করে সাজ ঘরে ফেরত পাঠান পুনম।

এর পর থেকে কোন ব্যাটসম্যানই পিচে স্থায়ী হতে পারেনি। চলে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল। বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ ৬৫। এদিকে পান্না ঘোষ ও রোমানা ১ টি উইকেট দখলে নেয়।
মধ্যাহ্ন বিরতির পর ৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালই করেছিল। মোট ১২ ওভারে ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে ভারত। ভারতেরপক্ষে সর্ব্চ্চে মাধুরী ২২ রান জুলান ঘোসামী ১৮ রন সংগ্রহ করে।
ম্যাচ সেরা নির্বাচিত হন জুলান ঘোসামী ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন