parbattanews

কক্সবাজারে প্রশাসনের অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচারণার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলীস্থ সুগন্ধ্যা পয়েন্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি কোম্পানি পণ্যের প্রচারণা চালানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৮ টার দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে মো. শুভ হোসেন (২৫) নামে এক যুবককে এ জরিমানা করা হয়। শুভ হোসেন ওই কোম্পানির প্রতিনিধি। তিনি বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. ইকবালের ছেলে।

নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া সুগন্ধ্যা পয়েন্টে ওই কোম্পানি টেঙ্গু নামে একটি পানিয়’র (সরবত তৈরী) বিজ্ঞাপন প্রচার করছিল । প্রশাসনের অনুমতি ছাড়া এ বিজ্ঞাপন প্রচারের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ওই কোম্পানির প্রতিনিধি শুভ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের জেল। ওই প্রতিনিধি জরিমানা দিতে পারেনি।

অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন কক্সবাজার সদর থানার এএসআই মো. ইউনুছের নেতৃত্বে একদল পুলিশ।

Exit mobile version