parbattanews

কক্সবাজারে ফেন্সিডিলসহ রাখাইন যুবক আটক

কক্সবাজার শহরের রাখাইন পাড়া থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ মং ছেন থে (১৯)নামের রাখাইন যুবককে আটক করেছে র‌্যাব। সে কক্সবাজার পৌরসভার রাখাইন পাড়ার মৃত লুলুর ছেলে।

বৃহস্পতিবার (৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে ওয়েনমা রাখাইনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার সদর থানাধীন ৩নং ওয়ার্ডস্থ রাখাইন পাড়ায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাকে আটকের পর জিজ্ঞাসা করলে সে জানায়, উক্ত বাড়ির দ্বিতীয় তলায় শয়ন কক্ষের খাটের নিচে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লুকায়িত অবস্থায় আছে। তার দেয়া মতে মোট ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরো স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version