parbattanews

কক্সবাজারে বার্মিজ ইয়াবাসহ আটক ১

বিজিবিতে মোট ৬৭টি ডগ দ্বারা সারাদেশের বিভিন্ন বিমানবন্দর, আইসিপি ও চেকপোষ্টসমূহে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র-গোলাবারুদ এবং বিষ্ফোরকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ বিদ্যমান ৫টি ডগ দ্বারা মরিচ্যা ও রেজুখাল যৌথ চেকপোষ্টে সর্বদা মাদক ও বিষ্ফোরক বিরোধী তল্লাশী কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সাড়ে ৪টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে ডগ চার্লি দ্বারা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে (ধৃত আসামি দোস মোহাম্মদ (১৮), পিতা-মোঃ রকো মোল্লা, লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪, ব্লক-এ/১, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার) সিএনজি’র ইঞ্জিন বক্সের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১,২২,৮৫,০০০/- (এক কোটি বাইশ লক্ষ পঁচাশি হাজার) টাকা মূল্যের আনুমানিক ৪০,৯৫০ (চল্লিশ হাজার নয়শত পঞ্চাশ) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পরিচালক  আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডগ দ্বারা সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্য উদ্ধারের সবচেয়ে বড় সাফল্য। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Exit mobile version