parbattanews

কক্সবাজারে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনেই প্রায় দ্বিগুণ

কক্সবাজারে করোনা সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শুক্রবার (২৯ মে) ৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের ফলোআপ রিপোর্টসহ এই ৭১ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে শুধু সদর উপজেলাতেই পাওয়া গেছে ৫৪, উখিয়ায় ৮ জন, টেকনাফে ২ জন, লোহাগাড়ায় ১ জন, বান্দরবানের লামায় ২ জন, রামুতে ১ জন, চকরিয়ায় ১ জন, মহেশখালীতে ১ জন ও ১ জন রোহিঙ্গা রয়েছে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বডুয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

হঠাৎ করে কক্সবাজার সদরে সংক্রমণ বাড়তে দেখা গেছে। এখানে একদিন আগে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি দাঁড়িয়েছে।

Exit mobile version