parbattanews

কক্সবাজারে বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে জেলা প্রশাসন ও টুয়াক যৌথভাবে কাজ করবে

পর্যটনভিত্তিক সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সংবর্ধনা সভা

কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বমানের পর্যটন শিল্পে রূপ দিতে জেলা প্রশাসন ও টুয়াক যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদায়ী জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি বলেন, সম্ভাবনার কক্সবাজারকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। আগামী কয়েক বছরের মধ্যে এই শহরের চেহারা পাল্টে যাবে। দৃশ্যমান হবে সব উন্নয়ন।

পর্যটনভিত্তিক সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সংবর্ধনা সভায় মোঃ কামাল হোসেন এসব কথা বলেছেন।

সোমবার (৪ জানুয়ারি) রাতে হিলটপ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দেয়া সংবর্ধনার জবাবে পর্যটন শিল্প বিকাশে টুয়াকের কার্যক্রমের প্রশংসাও করেন বিদায়ী ডিসি।

টুয়াকের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি। এছাড়া সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্তারা উপস্থিত ছিলেন।

এসময় টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কিবরিয়া খাঁন, সহসভাপতি ইফতেখার আহম্মেদ চৌধুরী, আনোয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা, আল আমিন বিশ্বাস তুষার, মোহাম্মদ টিটু, নুরুল আমিন রনিসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ অতিথিরা নৈশভোজে অংশ নেন।

Exit mobile version