parbattanews

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত

tt-copy

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। মঙ্গলবার সকালে এ দিবস উপলক্ষে আয়োজন করা হয় র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

র‌্যালীটি শহরের সুগন্ধ্যা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। দিবস উপলক্ষে লাবণী পয়েন্টের বালিয়াড়ীতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আলী হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, সরকারী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ পর্যটন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন, পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, হোটেল-মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য পর্যটক।

আমন্ত্রিত অতিথিরা পিঠা উৎসব ও বীচ-ক্লিনিং-এ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

Exit mobile version