parbattanews

কক্সবাজারে বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের ৬নং ঘাট এলাকার নাইম বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ভেজাল বিরোধী অভিযান এ দণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার। সরকারি অধিদপ্তরটির কক্সবাজার অফিসের পরিচালক মো. ইমরান হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য মতে, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না দেওয়া, খুচরা মূল্য উল্লেখ না করা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা, খাবার প্রস্তুতের সময় মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে নাইম বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানকালে ৬নং ঘাট এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।

ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর থানা পুলিশের এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান মো. ইমরান হোসাইন।

Exit mobile version