parbattanews

কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজার শহরে অনুমতি বিহীন এবং অস্বাস্থ্য পরিবেশে খাবার উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান ও চট্টগ্রামের বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল এর নেতৃত্বে সোমবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে পিজা প্যালেসকে ৩০ হাজার টাকা জরিমানা করে নোংরা পরিবেশ দ্রুত সময়ের মধ্যে সরিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরীর নিদের্শ দেয়া হয়। একই সঙ্গে নয়ন বেকারীকে ৫০ হাজার টাকা এবং জিশান বেকারীকে ২০ হাজার জরিমানা প্রদান করে আগামি এক মাসের মধ্যে বিএসটিআই এর অনুমতি গ্রহণের জন্য নির্দেশ দেয় হয়।

Exit mobile version