parbattanews

কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূতের মাদ্রাসা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের দুইটি মাদ্রাসা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট।বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের কবিতা সরণীতে অবস্থিত ইসলামি মহিলা কামিল মাদ্রাসা ও কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন বালিকা মাদ্রাসা পরিদর্শন করেন।

তিনি মাদ্রাসার সার্বিক পরিস্থিত সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় পরিদর্শনে তার সাথে থাকা দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকালে মার্কিন রাষ্ট্রদূত রামু বৌদ্ধ বিহার সমুহ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকাল ৩ টায় কক্সবাজারে পৌঁছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এমএম রেজওয়ান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বার্নিকাট। পরে বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠকে বসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি মানবিক বিবেচনায় বাংলাদেশের সহায়তাও চেয়েছেন তিনি।

মঙ্গলবার টেকনাফের লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান শেষে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

Exit mobile version