parbattanews

কক্সবাজারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান

কক্সবাজারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে গোলাম মওলা চৌধুরী-জাহানারা বেগম-শরমিন ট্রাস্ট।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর আনিস উল মওলা।

সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক আরিফ উল মওলা ও আসিফ উল মওলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গেল বার্ষিক পরীক্ষায় সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। সেই সঙ্গে উপহার সামগ্রীও দেওয়া হয়েছে।

ট্রাস্টের পরিচালক আরিফ উল মওলা জানান, গত প্রায় ১০ বছর ধরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে গোলাম মওলা চৌধুরী-জাহানারা বেগম-শরমিন ট্রাস্ট। মূলত, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে আরো সুন্দর কর্মপরিকল্পনা রয়েছে তাদের।

Exit mobile version