কক্সবাজারে মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র কর্মশালা

Coxs fisharij seminar

কক্সবাজার সংবাদদাতা:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র অধীন কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উদ্যোগে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা ২০১৩-১৪ চুড়ান্তকরণ বিষয়ক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মৎস্য গবেষণা কেন্দ্র মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত এ কর্মশালায় কক্সবাজারের শুটকি মৎস্য উৎপাদন পরিস্থিতি, চিংড়ি মাছের উৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন হ্যাচারী, মিঠা পানির মাছ উৎপাদন এবং এর রোগবালাই এর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মৎস্য সেক্টরে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও আলোচনা করা হয়। কর্মশালায় আলোচনা অংশ নেন, কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহের ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের পরিচালক নাছির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স এন্ড ফিশারীজ ইনস্টিটিউটের পরিচালক ড. আশরাফুল আজম খান এবং চট্টগ্রাম ভ্যাটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. নুরুল আবছার খান প্রমুখ।
কর্মশালায় মৎস্য ব্যবসায়ী, হ্যাচারী কর্মকর্তা, সরকারী কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন