কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা, আওয়ামী লীগের ১০ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

fec-image

কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোরশেদ আলী প্রকাশ বলী মোরশেদ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, যুব লীগের ১০ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শনিবার (৯ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেছেন নিহতের ভাই জাহেদ আলী। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মোরশেদ আলী পিএমখালীর মাইজপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ওমর আলীর পুত্র।

আসামিরা হলেন, পিএমখালীর মাইজপাড়ার কবির আহমদের ছেলে সদর আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক (৪৫), তার ভাই যুবলীগ নেতা কলিম উল্লাহ (৩২), মনির আহমদের ছেলে মো. আলি প্রকাশ মোহাম্মদ (৪৫), সাবেক মেম্বার মাহামুদুল হক (৫২), হাবিব উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), কাঠালিয়া মোরা ঘোনার পাড়া এলাকার শফিউল আলমের ছেলে মতিউল ইসলাম (৩৪) শফিউল আলমের ছেলে তাহেরুল ইসলাম (৪৬), ফজল আহমেদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৯ নং ওয়ার্ড সদস্য আরিফ উল্লাহ (৩৫), মৃত মনির আহমদের ছেলে ছৈয়দুল হক (৪০), হামিদুল হক (৪০), তুতুকখালী সিকদার পাড়ার মোক্তার আহমদের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা আলাল, বদিউজ্জামান সিকদারের ছেলে যুবলীগ নেতা আক্কাস (৪০), মো. আলীর ছেলে মো. শাহীন (২৫), বাংলাবাজার এলাকার ছৈয়দ আহমদের ছেলে সদর আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন হাজারী (৪৮), গোলার পাড়ার মো. ইলিয়াসের ছেলে মাহামুদুল করিম (৪০), তার ভাই দিদারুল আলম (৩০), বশির আহমদের ছেলে ওমর ফারুক (৩০), মাইজপাড়ার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩০), মাহামুদুল হকের ছেলে আব্দুল্লাহ (৩০), মাহমুদুল হকের ছেলে আব্দুল আজিজ (২৮), আব্দুল হাই (২৩), মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (১৮), শফিউল আলমের ছেলে সাইফুল ইসলাম (৪৫), মনির আহমদের ছেলে ওসমান (৩৫), নুরুল হকের ছেলে জাহেদুল ইসলাম (১৯), কাঠালিয়া মোড়া শফিউল আলমের ছেলে আজহারুল ইসলাম (৩২)।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াস। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) মায়ের জন্য ইফতার কিনতে গিয়ে চেরাংঘর বাজারে জনসম্মুখে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন মোরশেদ। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন