parbattanews

কক্সবাজারে রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণ জালিয়াতি বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

সরকারের রেললাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানী, জালিয়াতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্তরা।

বুধবার (৪এপ্রিল) দুপুরে শহরের প্রবেশদ্বার লিংকরোড়ে বিক্ষোভে কক্সবাজার সদরের ঝিলংজা মৌজার প্রকৃত ভূমি মালিকরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

ভূমি মালিকরা আগামি ১ মাসের মধ্যে ক্ষতিপূরণের দাবি করেছে। অন্যথায় তাদের জমিতে রেললাইন প্রকল্পের কাজ করতে দেবেনা বলে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মিজানুর রহমান হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মাওলানা আবুল কাসেম, সাইদুল হক, মামুনুর রশীদ প্রমুখ।

তাদের অভিযোগ সরকার যখন ৩ ধারা, ৬ ধারা নোটিশ প্রদান করে তখন কেউ জমির মালিকানা দাবি করেনি।

কিন্তু ৭ ধারা নোটিশের পরই চট্টগ্রামের বড় হাতিয়া এলাকার জৈনক গৌরাঙ্গ চন্দ্রের নাতি সাজিয়ে বাসু চন্দ্র নামক ব্যক্তিকে জমির মালিক বানানো হয়।

তার নামে অভিযোগ দিয়ে প্রকৃত জমির মালিকদের হয়রানী ও ক্ষতিপূরণের টাকা প্রাপ্তিতে বাঁধা সৃষ্টি করেছে একটি জালিয়াত চক্র। তাদের সাথে এলও অফিসের কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসনের  দিদার, সার্ভেয়ার এমদাদ সরাসরি ভূমির প্রকৃত মালিকদের হয়রানি, জালিয়াতি, কমিশন বাণিজ্যে জড়িত। তারা দালালদের মাধ্যমে কাজ করতে বাধ্য করে জমির প্রকৃত মালিকদের।

মানববন্ধনে তারা বলে, সাবেক ছাত্রদল নেতা ইসহাক, মুফিজসহ চিহ্নিত একটি সিন্ডিকেটের হাতে ক্ষতিগ্রস্তরা জিম্মি হয়ে পড়েছে। প্রতি চেকে দালালচক্রকে কমপক্ষে ২০ শতাংশ দিতে হয়। অন্যথায় চেক তো দূরের কথা, আবেদনকারিকে নানাভাবে হয়রানি করা হয়।

লিয়াতচক্রের কারণে শেখ হাসিনার স্বপ্নের রেললাইন প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে স্থানীয়রা।

তারা ক্ষতিপূরণের চেক নিয়ে তালবাহানা বন্ধের দাবি জানায়। অন্যথায় রেলের ট্যাংকের নীচে ঝিলংজার মানুষ শুইয়ে থাকবে বলেও তারা জানায়।

Exit mobile version