parbattanews

কক্সবাজারে রোহিঙ্গা নারীর ৫ বছর কারাদণ্ড

ইয়াবা পাচার মামলায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক রোহিঙ্গা নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

রবিবার (১২ মে) দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার পানিরছড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের অস্থায়ী বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পের আমগাছতলা এলাকা থেকে ৯ হাজার ৭শ’ ৯০ পিস ইয়াবাসহ ফাতেমাকে আটক করে র‌্যাব।

এ সময় র‌্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদি হয়ে তার (ফাতেমা) বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version