parbattanews

 কক্সবাজারে শৈবাল চাষের উপর কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Cox Shaibal training 02 copy

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারে উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবাল চাষের উপর দিনব্যাপী ‘কৃষক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার কক্সবাজারস্ত বিএআরআই সরেজমিন গবেষণা বিভাগের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ও সী উইডস চাষের প্রধান উদ্যোক্তা ড. আবুল কালাম আযাদ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আসম মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার’র বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ নুর।

কর্মশালায় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে শৈবাল চাষের আধুনিক ও উন্নত পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন বাড়াতে সরকারীভাবে একজন কৃষকের জন্য ৫টি করে রশি বরাদ্ধ দেয়া হয়।

কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদের সঞ্চালনায় ‘কৃষক প্রশিক্ষণে’ কক্সবাজারের উপকূলীয় এলাকার ৩০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার’র শৈবাল চাষের ল্যাব পরিদর্শন করেন।

Exit mobile version