parbattanews

কক্সবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতিসহ আটক ৭

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:

২৫ অক্টোবরের সম্ভাব্য আন্দোলন ঠেকাতে কক্সবাজারে বিএনপি-জামায়াতের বসত বাড়িতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। সাথে র‌্যাবও রয়েছে। আজ বুধবার জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলেছে বলে জানা গেছে। দুপুর পর্যন্ত শ্রমিক কল্যাণ ফেডারেশন’র জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আলমগীরসহ ৭ জনকে আটক করা হয়েছে।

একটি সুত্র জানিয়েছে, জেলাব্যাপী বিশেষ অভিযানের লক্ষে জেলার বাইর থেকে অতিরিক্ত ২৫০ জন পুলিশ সদস্য আনা হয়েছে। তারা ধারাবাহিক অভিযান চালাবে। বুধবার রাতে অভিযান চলাকালে পুলিশের পাশাপাশি র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব) মাঠে থাকবে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গত রাতের বিশেষ অভিযানে শহরের বাজারঘাটা, ফায়ার সার্ভিস, টেকপাড়া ও জামায়াত অফিস এলাকা থেকে ৭ জনকে সন্দেহভাজন আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আজ বুধবার দুপুরে শহরের জাম্বুর মোড় এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মৌলানা মোহাম্মদ আলমগীরকে আটক করেছে ডিবি পুলিশ।

Exit mobile version