parbattanews

কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি দখলের প্রক্রিয়া শুরু করেছে একটি চক্র

DSC_0045
স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলের প্রক্রিয়া শুরু করেছে একটি চক্র। জেলা প্রশাসনের অনুমতি রয়েছে দাবি করে সৈকতের কলাতলী পয়েন্টে এ কাজ চালাচ্ছে ম্যাগ ডেরিন বিচ ক্যাফে নামের একপি প্রতিষ্ঠানের মালিক থিওটনিয়াস গমেস নামের এক ব্যক্তি। পরিবেশ অধিদপ্তর বলছে সৈকতের পরিবেশ নষ্ট করে এমন এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের দিয়ে থাকলে তার বাতিল করা প্রয়োজন।

স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সি ক্রাউন হোটেলের সামনে ঘেরা দিয়ে সমুদ্র সৈকতের বেলা ভূমি দখল করে স্থাপনা নির্মানের কাজ শুরুর করেছে একটি চক্র। সৈকতে পর্যটকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে ঘেরা দিয়ে এ কাজ করা হচ্ছে। আর এ কাজ করছেন কলাতলী পয়েন্ট সি ক্রাউন হোটেলের পাশের ম্যাগ ডেরিন বিচ ক্যাফের মালিক থিওটনিয়াস গমেস।

থিওটনিয়াস গমেস জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এ কাজ করছেন। তিনি একটি অনুমতি পত্রও প্রদর্শন করেন।

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় এক আওয়ামীলীগ নেতা আশ্রয়ে সৈকতের বালিতে থাকা লতার উপর নতুন করে বালির স্তুপ তৈরী করে এ কাজ করা হচ্ছে। সৈকতের এ বালি স্তুপ তৈরী সহ পুরো কাজকে পরিবেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

তিনি জানান, সৈকতকে রক্ষা করে বালি এবং লতা। এটার উপর কোন কিছু করতে দেয়া উচিত নয়। জেলা প্রশাসন যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তিনি তা বাতিলের জন্য জেলা প্রশাসককে জানাবেন। একই সঙ্গে সৈকতে পরিবেশ ধ্বংস করা সকল কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানিয়েছেন, সৈকতের বালিয়াড়ি ব্যবহারের কোন অনুমতি দেয়ার প্রশ্ন আছে না। সৈকতের সৌন্দর্য রক্ষায় ওখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version