parbattanews

কক্সবাজারে স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১০

কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বুল্ডোজার দিয়ে দোকানপাটগুলো গুড়িয়ে দেয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের অন্যদের মধ্যে সদর থানার ওসি শেখ মুনিরুল গীয়াস, সাংবাদিক ইকবাল বাহার, জিটিভির ক্যামরাপার্সন সাঈদুল ইসলাম রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ছিলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াসের নেতৃত্বাধীন টিম।

তবে, অভিযানে গিযে ব্যবসায়ীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় প্রশাসনের যৌথ টিম। ব্যবসাযীদের বিক্ষোভ থামাতে ফাঁকা গুলি, রাবারবুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এক পর্যায়ে দখলকারীরা অভিযানকারীদের বাধার মুখে পিছু হটে পুলিশ। দখলকারীদের মধ্যে নেতৃত্ব দেন সে্বচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহমান, হাজি জসিম উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল, জয়নালসহ আরো অনেকে।

এ রিপোর্ট লেখাকালীন উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার মাঝখানে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান এসে উভয়পক্ষের সাথে কথা বলেন। এবং দখলকারীদের স্বান্তনা দেন। তাদেরকে পূনর্বাসন করারও আশ্বাস দেন।

Exit mobile version