parbattanews

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, চালক আটক

কক্সবাজারের চকরিয়ায় ট্যাংক লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় লরি চালক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনায় র‍্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথ অভিযানে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

তিনি জানান, গত ২৪ আগস্ট চকরিয়া বরইতলির আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পেকুয়ার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম ও তার মেয়ে জেসমিন আক্তার এবং তার গর্ভে থাকা অনাগত সন্তানও মারা যায়। এবং আহত হয় অন্তত ৪ জন।

এ ঘটনায় নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা লরি চালককে আসামি করে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে আটক করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও অনাগত সন্তান নি-হ-ত, চালক গ্রেফতার

Exit mobile version