parbattanews

কক্সবাজারে হচ্ছে দেশের একমাত্র লবণ প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে হচ্ছে দেশের একমাত্র লবণ প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে নিয়মিত লবণের আপডেট তথ্য সংগ্রহ, সরবরাহ, লবণ ঋণ প্রদান ও আদায়সহ লবণ শিল্পের উন্নয়নে সব ধরণের কাজ করা হবে।

বৃহৎ এই প্রকল্পের অধীনে প্রয়োজন পরিমাণ জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। অফিসিয়াল প্রক্রিয়া শেষে লবণশিল্পের উন্নয়নে গৃহীত এই উদ্যোগটি আলোর মুখ দেখবে।

বিসিক সূত্র মতে, লবণ গবেষণাকেন্দ্রে ১৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা, ১৮ জন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, ৫৬ জন মাঠকর্মী এবং ১১২ জন থাকবে বিভিন্ন স্তরের কর্মচারি।
উন্নত মানের প্রযুক্ত-পদ্ধতিতে কিভাবে লবণ উৎপাদন করা যায়, এই কেন্দ্রের বদৌলতে হাতেকলমে শিখতে পারবে চাষিরা।

লবণ শিল্প উন্নয়ন কার্যক্রম, বিসিক কক্সবাজারের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, চৌফলদন্ডীতে ১৯৮৫ সালে লীজ নেয়া ১৭ একর জমিতে লবণকেন্দ্র রয়েছে। আরও ১৩ একর সংযুক্ত করে মোট ৩০ একরে ‘লবণ প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ হবে।

তিনি বলেন, আগের ১৭ একর জমির লীজ হালনাগাদের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। আশপাশের ১৩ একর জমি অধিগ্রহণ করবে বিসিক। তাতে বর্তমান মৌজ রেটের ৩ গুণ দেয়া হবে।

ভূমি ব্যবহারের অনুমোদনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে বলেও জানান বিসিকের ডিজিএম।

Exit mobile version