parbattanews

কক্সবাজারে ১জন করোনা রোগী সনাক্ত

ঝুঁকিপূর্ণ কক্সবাজারে সনাক্ত করা হল প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী। ৬৫ বছর বয়সী এক মহিলা রোগী কক্সবাজার সদর হাসপাতালের ৫০১ নং কেবিনে চিকিৎসাধিন রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) তার কুভিক-১৯ পজেটিভ ধরা পড়ে।

জানা গেছে, চকরিয়ায় খুটাখালী এলাকার ওই মহিলা ২১ মার্চ কাশি, জ্বর ও গলা ব্যথা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২২ মার্চ তার নমুনা পাঠানো হয় ঢাকায় আইইডিসিআরে। ২৪ মার্চ (মঙ্গলবার) সেই রিপোর্ট পজেটিভ আসে।

এই মহিলা রোগী কক্সবাজারের একটি নাম করা কলেজ শিক্ষকের মা এবং সরকারের একজন সিনয়র সচিবের মামি বলে জানা গেছে।

এদিকে সদর হাসপাতালে একজন রোগীর করোনাভাইরাস সনাক্ত হওয়ায় গোটা হাসপাতাল এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন সদর হাসপাতালের অধিকাংশ ডাক্তার এখন হোম কোয়ারান্টাইনে চলে গেছেন।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছেন করোনা সনাক্ত ওই রোগীকে চট্টগ্রাম ফৌজদারহাটের বিশেষায়িত করোনা চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।

Exit mobile version