parbattanews

কক্সবাজারে ১৯৪২ সালের তৈরি বিপুল পরিমাণ গুলি উদ্ধার

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মাদারবুনিয়া ফসলী জমি থেকে এসএমজি অস্ত্রের বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। এসব গুলির পিছনে কে ১৯৪২ ও ই.ভি.আই.আই জেড লেখা আছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাশরুরুল পার্বত্য নিউজ ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মকবুল আহমদ মাস্টারের জমিতে চাষাবাদের কাজ চলছিল। ওই সময় জমি খুঁড়তে গিয়ে বেশ কয়েকটি গুলি বেরিয়ে আসে। পরে জমির মালিক স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন।

তিনি আরো জানান, ওই ইউপি সদস্যের সংবাদের ভিত্তিতে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং মাটি খুঁড়ে ৪৭৩ টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, এসব গুলি ১৯৪২ সালের তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ অথবা আরকান যোদ্ধারা এসব গুলি পুঁতে রাখতে পারে। সারিবদ্ধভাবে পুঁতে রাখা গুলির হালকা চেইন গুলোতেই কেবল মরিচা ধরেছে। তবে গুলি গুলো এখনো অক্ষত রয়েছে।
এসব গুলি আদালতের মাধ্যমে অস্ত্রাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version