parbattanews

কক্সবাজারে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন পাবে টিসিবির পণ্য

পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য। তালিকাভূক্ত ডিলারের মাধ্যমে প্রতিজনকে ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও ছোলা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

রমজান শুরুর পূর্বে জেলার চারটি পৌরসভা ও উপজেলাসমূহ মিলে ১৭ স্পটে ১৬,৬৩৯ জন ফ্যামিলি কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবে না।

আগামীকাল রোববার (২০ মার্চ) সকাল ১০টায় শহিদ দৌলত মাঠে আনুষ্ঠানিক টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হবে। শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

রমজান উপলক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবাল, মো. আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version