কক্সবাজার ডিবি পুলিশের বিশেষ অভিযান

সাড়ে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

fec-image

কক্সবাজারের চকরিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকন-৩ নামক তিনটি মোবাইলের দোকান থেকে ১৯১টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

আটক তিন ব্যক্তি হলেন, ফাসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), শহিদুল ইসলাম (১৯) ও বরইতলী ৫নং ওয়ার্ডের বানিয়ারছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

উদ্ধারকৃত ১৯১টি মোবাইলের মধ্যে ১০০টি মোবাইলের আইএমইআই নম্বর যুক্ত। বাকি ১১টি মোবাইলের আইএমইআই নম্বরবিহীন।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান ডিবির ওসি।

আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল কারবারিদের সাথে যোগসাজসে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছিল বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান। মামলাটি তদন্ত করবেন পরিদর্শক সুজন বড়ুয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপরাধ, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন