parbattanews

কক্সবাজারে ৩০ অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি:

শহরের কলাতলীর হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের কক্স টুডে সড়ক সম্মুখে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন প্রিন্সের নির্দেশে সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ দোকান উচ্ছেদ করায় আশপাশের ব্যবসায়ীরা জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, জনৈক হাজী জসিম ও স্বেচ্ছাসেবক লীগের নামে ওই স্থানে বিগত এক সপ্তাহ ধরে দোকানগুলো নির্মাণ করা হচ্ছিল। উগ্র যুবকদের নিয়ে গভীর রাতে চলে দোকান নির্মাণের কাজ। একই স্থানে আরও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

সর্বশেষ এবার হাইকোর্টে ভূয়া একটি রিট টাঙিয়ে সরকারি জায়গা দখলের প্রচেষ্টা চালিয়ে আসছিল একটি সিন্ডিকেট।

সদরের সহকারি কমিশনার (ভূমি) মো. নাজিম উদ্দিন জানান, একটি ভূমিদস্যু সিন্ডিকেট সরকারি খাস জায়গা দখল করে রাতারাতি দোকান নিমার্ণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

Exit mobile version