parbattanews

কক্সবাজারে ৩৯ বিসিএস কর্মকর্তাদের আহ্বায়ক ডা. হাবিব, সদস্য সচিব ডা. এহেচান

কক্সবাজার জেলায় কর্মরত ৩৯ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সরকারি চাকরিতে যোগদানের ২ বছরপুর্তি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। হোটেল সী-গালের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহারিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোমিনুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর ইউএইচএফপিও ডা. আলী এহসান বিজয়, চকরিয়া ইউএইচএফপিও ডা. মাহমুদুল হক, পেকুয়া ইউএইচএফপিও ডা. সাবের আহমেদ, মহেশখালী ইউএইচএফপিও ডা. মো. মাহফুজুল হক, রামু ইউএইচএফপিও ডা. নোবেল বড়ুয়া, উখিয়া ইউএইচএফপিও ডা. রনজন বড়ুয়া রাজন।

অনুষ্ঠানে ৩৯ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ডা. এহেচান উল্লাহ সিকদার (উখিয়া রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. হাবিবুর রহমান রবিন এবং ডা. সুফিয়া আক্তার রুপা।উপস্থিত অতিথিবৃন্দ কোভিড-১৯ মহামারির ভয়াল সময়ে ৩৯তম বিসিএস’র একঝাক নবীন সরকারি ক্যাডার কর্মকর্তাগণের আত্মনিবেদন, দক্ষতার ভুঁয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএ’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান এর প্রস্তাবনা এবং আমন্ত্রিত অতিথি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, কক্সবাজার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতাল’র তত্ত্বাবধায়ক এর সম্মতিতে কক্সবাজার জেলার ৩৯তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের একটি আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে যথাক্রমে- আহ্বায়ক ডা. হাবিবুর রহমান রবিন, যুগ্ম-আহ্বায়ক ডা. আলী নেওয়াজ চৌধুরি জিসান ও সদস্য সচিব ডা. এহেচান উল্লাহ সিকদার।

Exit mobile version