parbattanews

কক্সবাজারে ৩ নং সতর্ক সংকেত বহু ট্রলার এখনো সাগরে

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কক্সবাজারের সাগর উত্তাল রয়েছে। চট্রগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শুক্রবার থেকে কক্সবাজারে বর্ষণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টি পাত রের্কড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

এ লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সাগর উত্তাল হলেও এখনো অনেক ট্রলার সাগরে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান। তবে কিছু টলার ফিরে আসতে শুরু করেছে বলে ও তিনি জানান।

Exit mobile version