parbattanews

কক্সবাজারে ৭টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

০৩১২১৪
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বাইন্যারছড়া বাস স্টান থেকে মঈন উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে দেশিয় তৈরি ৭টি অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাকৃত মঈন উদ্দিন মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ১ নং ওয়ার্ডের শুকুরিয়া পাড়ার আবদুশ শুক্কুরের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের ওসি আবুল হোসেন দেওয়ান জানান, মহেশখালী থেকে অস্ত্র পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার বাইন্যারছড়া বাস স্টান্ডে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে এস আলম পরিবহনের একটি বাসে (চট্ট. মেট্রো-১১-০৫২৩) তল্লাশী চালানো হয়।

এসময় গাড়ির ভেতর থেকে প্যাকেট বোঝাই দেশীয় তৈরি ৭টি আগ্নেয়াস্ত্র ও ৫টি তাজা কার্তুজ পাওয়া। গাড়ির চালক ও হেলপারকে জিজ্ঞাসা করা হলে চালক ও হেলপার অস্ত্র পাচারকারী মঈন উদ্দিনকে দেখিয়ে দেয়। পরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সে অস্ত্রগুলো লক্ষীপুর নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Exit mobile version