parbattanews

কক্সবাজারে ৭ রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার, টেকনাফ সীমান্তে ২২০জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ৭জন রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২২০জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ট।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, রাতে নাফ নদীর সৈকত পয়েন্ট থেকে ২জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। সকালে টেকনাফের বাহারছড়া পয়েন্টে আরো ২টি লাশ পাওয়া যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে উখিয়ার মনখালীতে ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃতদের সবাই নারী ও শিশু।

কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লে. ফয়সাল জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫টি বোটকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসব বোটে প্রায় ২২০জন রোহিঙ্গা ছিল।

এনিয়ে গত এক সপ্তাহে কক্সবাজারে অন্তত ৯৩জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে মাইন বিস্ফোরণে আহত হয়ে আসা ৭জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version